Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১

প্রতীকী ছবি

কুড়িগ্রাম:  কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকটায় ডোবার পানিতে ডুবে আয়শা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ডোবায় এ ঘটনা ঘটে।

নিহত আয়শা রংপুরের মিঠাপুকুর উপজেলার বেলগছা এলাকার রঞ্জু মিয়ার সন্তান। মাদারগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেক বল্লভ তার নানা।

স্থানীয়রা জানায়, আয়শা তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। এসময় তার বয়সী আরও কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে সে। এরপর গভীর পানিতে ডুবে তার মৃত্যু হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর