Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার সাত আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৭

জনসভায় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

বগুড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত জনসভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

ঘোষিত প্রার্থীরা হলেন—বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে এবিএম মোস্তফা কামাল পাশা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে এড। মুফতি জামাল পাশা, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি ) আসনে অধ্যাপক শাজাহান তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অধ্যাপক ইদ্রিস আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, বগুড়া-৬ (সদর) আসনে আ ন ম মামুনুর রশিদ, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।

বিজ্ঞাপন

নাম ঘোষণার পর প্রার্থীদের জনসভায় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।

এসময় তিনি বলেন, ‘৭২-এর সংবিধান ভারতের হুবহু নকল। অন্য কোনো দেশে ভিন দেশের জাতীয় সংগীত নেই, শুধু বাংলাদেশে আছে। বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি কোনো সরকারের আমলে। একবার ইসলামকে ক্ষমতায় নেওয়ার সুযোগ দিন। ইসলাম দুনিয়ায় ফেল করার জন্য নয়, পাশ করার জন্য এসেছে। হাতপাখার বিজয় মানেই সবার বিজয়।’

পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে এ জনসভা আয়োজন করে জেলা ইসলামী আন্দোলন।

সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আ ন ম মামুনুর রশীদ। জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/এসএস

আসনে ইসলামী আন্দোলন ঘোষণা প্রার্থী বগুড়া সাত

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর