Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড সেবা সহজ করতে বিজিএমইএ’র আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৮

ঢাকা: পোশাক শিল্পের প্রতিযোগীতা সক্ষমতা ধরে রাখতে কাস্টমস বন্ড-সংক্রান্ত সেবা আরও দ্রুত ও সহজ করতে এবং নীতি সহায়তা প্রদানের জন্য কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-কে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর কমিশনার মিয়া মো. আবু ওবায়দা এর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বিজিএমইএ’র পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

এ সময় কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তরের অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লা ও ডেপুটি কমিশনার এইচ এম আহসানুল কবীর উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ একটি চিঠি তুলে দেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সই করা ওই চিঠিতে ঢাকা (দক্ষিণ) ও ঢাকা (উত্তর) বন্ড কমিশনারেটের কমিশনারদের কাছে পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড প্রক্রিয়া সহজীকরণ ও নীতি সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আলোচনার মূল উদ্দেশ্য ছিল পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা, যার জন্য কাস্টমস প্রক্রিয়াগুলো দ্রুত, সহজ এবং হয়রানিমুক্ত করার বিষয়ে জোর দেওয়া হয়।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ এর নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল একই উদ্দেশ্য নিয়ে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা দক্ষিণের কমিশনার মোহাম্মদ হাসমত আলী এর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছিলেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা উত্তর এর কমিশনারের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের এ সাক্ষাৎ।

চিঠিতে বেশ কিছু নির্দিষ্ট অনুরোধ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে- পোশাক রফতানিকারক প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষা কার্যক্রম সহজ করা। ২০২২ সালের ৩০ জুনের আগে সংশোধিত ইউডি বহির্ভূত ব্যাক টু ব্যাক এলসি-গুলোর দ্রুত নিষ্পত্তি। সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে বন্ড রেজিস্টার সংরক্ষণ সহজ করা। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাটিং তদারকির শর্ত আরোপ না করা। বন্ড লাইসেন্সে এইচ.এস. কোড সংযোজন প্রক্রিয়া সহজ করা।

সভায়, বিজিএমইএ প্রতিনিধিদলে উপস্থিত দুই সাধারণ সদস্য, কাস্টমস বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলো নিয়ে তাদের প্রতিষ্ঠানগুলো যে সমস্যা মোকাবেলা করছে, সেগুলো তুলে ধরেন এবং বিষয়গুলোর সমাধান বিষয়ে পর্যালোচনা হয়।

বৈঠকে পোশাক শিল্পের স্বল্প ও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটি পুনর্গঠনের বিষয়ে অনুরোধ জানানো হয়। এই কমিটিতে সকল কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ড এবং শুল্ক গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন, যা সব স্টেকহোল্ডারের সমন্বয়ে কার্যকর সমাধান নিয়ে আসতে সাহায্য করবে।

কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর কমিশনার মিয়া মো. আবু ওবায়দা পোশাক শিল্পের রপ্তানি কার্যক্রম সহজ করতে ও একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

তিনি উল্লেখ করেন, কাস্টমস সংক্রান্ত সেবা আরও দ্রুত ও সহজ করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বিজিএমইএ নেতাদের আশ্বস্ত করেন, কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর ও বিজিএমইএ এর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা হবে। রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কার্যক্রম সহজীকরণের জন্য তারা সর্বদা সচেষ্ট থাকবেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর

পোশাক শিল্প বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর