সুপার টাইফুন ‘রাগাসা’র আঘাতে তাইওয়ানে অন্তত ১৪ জন নিহত হয়েছে এবং এখনো ১২৪ জন নিখোঁজ রয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাইওয়ানের হুয়ালিয়েনে একটি প্রাকৃতিক বাঁধ ভেঙে পড়লে আকস্মিক বন্যায় গুয়াংফু টাউনশিপ প্লাবিত হয়। টাইফুনটি সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে তাইওয়ানের পূর্বাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে পড়েছে।
রাগাসা বর্তমানে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। হংকং অবজারভেটরি বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সর্বোচ্চ টাইফুন সতর্কতা ‘টি১০’ জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। মঙ্গলবার সন্ধ্যা থেকে হংকং বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরও পড়ুন- সুপার টাইফুন ‘রাগাসা’ ফিলিপাইনে আঘাত হেনেছে
হংকংয়ের উপকূলীয় এলাকায় পাঁচ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে। শহরটির প্রশাসন জানিয়েছে, ২০১৭ ও ২০১৮ সালের সুপার টাইফুনের মতোই এবারও রাগাসা ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এরই মধ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। শেনজেনে ৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশের চাওঝৌ, ঝুহাই, দোংগুয়ান ও ফোশান শহরেও স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।