Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরব নেতাদের সঙ্গে বৈঠকে গাজা যুদ্ধ শেষ করার অঙ্গীকার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১

আরব নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন, ‘আমরা গাজা যুদ্ধ শেষ করতে চাই। আমরা এটা শেষ করব।’ তিনি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আলাদা বৈঠক হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন। তিনি সাংবাদিকদের জানান, আলোচনার পর একটি যৌথ ঘোষণা প্রকাশ করা হবে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, বৈঠকে স্থায়ী যুদ্ধবিরতি, সব বন্দি মুক্তি ও গাজার মানবিক সংকট নিরসন নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সাংবাদিকদের থাম্বস আপ দেখিয়ে বৈঠককে সফল বলে ইঙ্গিত দেন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

সারাবাংলা/এনজে

আরব নেতা গাজা যুদ্ধ ট্রাম্প

বিজ্ঞাপন

আগারগাঁওয়ে মারধরে চা দোকনী নিহত
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫

আরো

সম্পর্কিত খবর