ঢাকা: ফরিদপুরে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই যে প্রত্যেকটা বক্তব্যে জনাব তারেক রহমান এত কড়া নির্দেশনা দিচ্ছেন, মাঠ পর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা এই নির্দেশনাগুলো পাত্তা দিচ্ছে না কেন? তারা কি জনাব তারেক রহমানকেও মানে না? নাকি তারা চাঁদাবাজি করার জন্যই বিএনপির দলীয় পদে এসেছে?’
সারজিস আলম আরও উল্লেখ করেন, ‘বিএনপি বারবার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কার করলেও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। এত জনকে বহিষ্কার করার পরও কাজ হচ্ছে না কেন?’
সম্প্রতি একটি প্রাইভেট টিভি চ্যানেলের ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি সংক্রান্ত একটি নিউজ এর লিংক শেয়ার করে তিনি এই প্রশ্নগুলো করেছেন।