Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতা তোফায়েলের ভাতিজা স্বপন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৯

গ্রেফতার সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন। ছবি: সংগৃহীত

ঢাকা: ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুর ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেফতার করেছে সিটিটিসি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকুরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ
২২ ডিসেম্বর ২০২৫ ০৮:২২

আরো

সম্পর্কিত খবর