Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

ছুরিকাঘাতে নিহত মো. সাইম মাদবর। ছবি: সংগৃহীত

শরীয়তপুর: শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত মো. সাইম মাদবর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সাইম শরীয়তপুর সদর উপজেলার ডোসসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুজন দোয়াল গ্রামের আব্দুল হালিম মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুজন দোয়াল গ্রামের সাইম ও একই গ্রামের সিহাব বেপারী একসময় একই গ্রুপে ছিল। প্রায় এক মাস আগে নিজেদের মধ্যে বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে সিহাব ও তার পক্ষের কিশোর গ্যাং সাইমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

এদিকে সাইমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলাকারীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে আহতের ঘটনায় এর আগে মামলা হয়েছিল, সেটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/এসএস

আহত কিশোর কিশোর গ্যাং ছুরিকাঘাত মৃত্যু শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর