Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি ক্রেতাদের কাছ থেকে রফতানি আয়ের অগ্রিম অর্থ সংরক্ষণ শিথিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০

ঢাকা: রফতানি সহজ করতে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রফতানি আয়ের ১০ শতাংশ অর্থ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ‘বৈদেশিক বিনিময় নীতি বিভাগ’ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নতুন নির্দেশনায় বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রফতানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণ করার দীর্ঘ দিনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার পাশাপাশি প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, প্রকৃত লেনদেন নিশ্চিত করতে রফতানিকারকের অবশ্যই নিশ্চিত এলসি বা বৈধ চুক্তি থাকতে হবে, যার ভিত্তিতে পণ্য রফতানি করা হবে। রফতানিকারকের পূর্ববর্তী রফতানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি অগ্রিম প্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর