Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎পিআর পদ্ধতি সংবিধানে নেই, বিদ্যমান নিয়মেই নির্বাচন: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৭

সিইসি এএমএম নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সংবিধানে নেই। বিদ্যমান বিধি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

‎তিনি জানান, বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ফেব্রুয়ারির ভোটের জন্য অপেক্ষায় রয়েছেন। রোজার আগে ভোটের জন্য জোরেশোরে চূড়ান্ত প্রস্তুতি চলছে, ভোটের দিনের দুই মাস আগে তফসিল ঘোষণা হবে।

নির্বাচন কোন পদ্ধতিতে হবে—পিআর নাকি প্রচলিত পদ্ধতিতে, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘যদি আরপিও পরিবর্তন করে নতুন কোনো পদ্ধতি আনা হয়, তবে সে ক্ষেত্রে আইন পরিবর্তন করতে হবে।আমরা তো আইন বদলাতে পারি না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সেটা তো আইন বদলাইতে হবে, আরপিও বদলাইতে হবে। আর এখানে আরপিওতে যে সিস্টেম আছে সেটা বদলাতে হলে সংবিধানও বদলাতে হবে। আবার সংবিধান বদলাতে বলা হলে আমার বিরুদ্ধে কথাবার্তা বলবে, উনি তো পিআরের বিরুদ্ধে দাঁড়াইছে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো একটা ফয়সালা বা মীমাংসায় আসুক। উনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভব হবে কি হবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর