Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩

দুর্ঘটনাস্থলে সিএনজি ভেঙে দুমড়ে মুচড়ে গেছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও সিএনজি চালক সজল ঘোষ (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল। এ সময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিক-আপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও সিএনজি চালকের মৃত্যু ঘটে। আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আব্দুল আহাদ জানান, পিক-আপ সিএনজি সংঘর্ষে মা মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। পিক-আপের চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তেরর জন্য পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

নিহত ৩ পিকআপ-সিএনজি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর