Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ককটেলসহ ২ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৬

গ্রেফতার দুই যুবক। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ককটেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন— মো. রাকিব হোসেন (২৭) এবং মাহাবুব (২০)।

তালেবুর রহমান বলেন, ‘গ্রেফতার দুইজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরবর্তীতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার আসামিদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গ্রেফতার মো. রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর