তেহরান ও মস্কো ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে, যার আওতায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইরানের দক্ষিণ হরমোজগান প্রদেশে চারটি নতুন পারমাণবিক রিয়্যাক্টর নির্মাণ করবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।
আইআরএনএ জানিয়েছে, সিরিক শহরে ৫০০ হেক্টর এলাকায় নির্মিতব্য তৃতীয় প্রজন্মের এসব বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বর্তমানে ইরানের কার্যকর একটি মাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যা বুশেহর শহরে অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা ১ গিগাওয়াট। এটিও রাশিয়ার সহায়তায় নির্মিত।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তখন ইসরায়েল দাবি করে, ইরান পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে রয়েছে, যদিও কোনো প্রমাণ ছিলনা তখন। তবে ইরান বলেছে, তাদের লক্ষ্য শুধুমাত্র জ্বালানি উৎপাদন, অস্ত্র নয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেছেন, তেহরান কখনো পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটবে না। রাশিয়াও ইরানের ওপর নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে এবং ২০১৫ সালের পরমাণু চুক্তি বাঁচিয়ে রাখতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।