Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক মনি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

লোকাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২

মানববন্ধন

বেনাপোল : যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শনিবার (২৭ শে সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী গিলাপোল এ মানববন্ধন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

সাংবাদিক মনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি।

মানববন্ধন থেকে সাংবাদিক মনির বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার সুষ্ঠু তদন্তপূর্বক মুক্তির দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, গত ২৪ সেপ্টেম্বর বুধবার এক স্কুলছাত্র নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে তার পরিবারকে দিয়ে হয়রানিমূলক মামলা করা হয়। সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে মনিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা অবিলম্বে এই অন্যায় ও মিথ্যা মামলা থেকে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সারাবাংলা/এসআর

মানববন্ধন মুক্তির দাবি সাংবাদিক মনি

বিজ্ঞাপন

‘আপাতে’ দিয়ে নতুন উচ্চতায় রোজে
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর