Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসুতে নতুন পদ সংযোজন ও বৃত্তির দাবি জবি ছাত্রদলের

জবি করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৪

ইউজিসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিচ্ছে জবি শাখা ছাত্রদল। ছবি: সংগৃহীত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নীতিমালায় নতুন পদ যুক্তকরণ ও শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জবি ছাত্রদলের নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যানের হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এতে করোনোত্তর অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে দ্রুত সম্পূরক বৃত্তি চালুর দাবি জানানো হয়। একইসাথে, অক্টোবর মাসের মধ্যে এ দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞাপন

ছাত্রদল নেতারা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন বারবার উদাসীনতা দেখাচ্ছে। জকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর নীতিমালায় সংশোধনের প্রয়োজন রয়েছে, যাতে তা বর্তমান সময়ের শিক্ষার্থীদের চাহিদা প্রতিফলিত করে। একই সঙ্গে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

স্মারকলিপিতে জকসু নীতিমালায় নতুন কিছু সম্পাদকীয় পদ যুক্ত করার প্রস্তাব জানানো হয়। এসব পদ হলো: স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, দক্ষতা উন্নয়ন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পরিবেশ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। পাশাপাশি কোষাধ্যক্ষ পদের বিপরীতে অর্থ সম্পাদক পদকে পুনরাবৃত্তি উল্লেখ করে তা বাদ দেওয়ার দাবিও জানানো হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শিক্ষার্থীদের নানামুখী সমস্যা হচ্ছে। কাজেই ছাত্রদল চায় আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তি পাক। এই লক্ষ্যে আমরা আজ ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। পাশাপাশি, জকসু নীতিমালায় কিছু প্রয়োজনীয় এবং পদ যুক্তকরণের যৌক্তিক দাবীও জানিয়েছি।”

এছাড়াও সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “শিক্ষার্থীদের কল্যাণের জন্য যা কিছু দরকার ছাত্রদল তা করছে। অক্টোবরের মধ্যে যেন সম্পূরক বৃত্তি নিশ্চিত হয় সেই লক্ষ্যে নিরসল কাজ করে যাচ্ছে ছাত্রদল।”

সারাবাংলা/জিজি

জকসু জবি ছাত্রদল পদ সংযোজন ও বৃত্তির দাবি স্মারকলিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর