Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি-ঔষধ শিল্পে দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে গ্রামীণফোন-মিমপেক্স-গুডম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৮

ঢাকা: বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত কীটনাশক কোম্পানি মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড এবং মিমপেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ গড়ে তুলেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মান অনুসরণ করে ফার্মাসিউটিক্যাল পণ্য প্রস্তুত করে গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রোববার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভাবনী তথ্যপ্রযুক্তি ও মোবিলিটি সল্যুশনের মাধ্যমে কৃষি ও ঔষধ শিল্পে প্রবৃদ্ধি, কার্যকরী দক্ষতা এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগের ভিত্তি স্থাপন করেছে এই পার্টনারশিপ। টেলিযোগাযোগ, কৃষি ও ঔষধ শিল্পের দক্ষতার সমন্বয়ে ডিজিটাল রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধির প্রতি অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ, যার মাধ্যমে সুগম হবে উদ্ভাবন ও দক্ষতা বিকাশের পথ।
গ্রামীণফোনের হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এস. এম. জাহেদুল আরেফিন এবং মিমপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এম সাইদুজ্জামানের উপস্থিতিতে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনগ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপস অ্যান্ড অপারেশনস আরভিদ চৌধুরী, হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস ঢাকা নর্থ সৌগত বিশ্বাস এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার ফারহানা সীমা, গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও মো. আরিফ হোসেন, এইচআর লিড মো. হারুন অর রশিদ এবং মিমপেক্স গ্রুপের এইচআর লিড মোহাম্মদ রশিদ উজ জামান।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এস. এম. জাহেদুল আরেফিন বলেন, ‘একটি উদ্ভাবনমুখী টেলকো-টেক কোম্পানি হিসেবে প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক সেবার মাধ্যমে ব্যবসায়িক খাতগুলোর ক্ষমতায়নে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। মিমপেক্স ও গুডম্যান-এর সাথে এই পার্টনারশিপের মাধ্যমে সেই প্রতিশ্রুতিই পূরণ করতে চাই আমরা। এর ফলে তাদের কার্যপ্রবাহ বাড়বে এবং আরো সুবিধা পাবেন তাদের গ্রাহকরা। বিশেষ করে কৃষি ও স্বাস্থ্যের মতো দুটি গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘমেয়াদী রূপান্তরের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’

মিমপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এম সাইদুজ্জামান বলেন, ‘আমাদের দক্ষতা ও উদ্ভাবনে নতুন পথ উন্মোচন করেছে গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপ। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির মাধ্যমে সেবার মানে এবং গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করবে এই উদ্যোগ।’

সারাবাংলা/ইএইচটি/এসএস

গুডম্যান গ্রামীণফোন মিমপেক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর