Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বিঘ্নে উৎসব করুন, আমরা প্রস্তুত আছি— চট্টগ্রামের নৌ কমান্ডার

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৬

পূজামণ্ডপ পরিদর্শন করেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

চট্টগ্রাম ব্যুরো: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে মাঠে নেমেছে নৌবাহিনী। নির্বিঘ্নে উৎসব করার আহ্বান জানিয়ে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য বাহিনীর সঙ্গে নৌবাহিনীও প্রস্তুত আছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গোসাইলডাঙ্গায় একতা গোষ্ঠী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি সমবেতদের উদ্দেশ্যে এ কথা বলেন।

নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান বলেন, ‘আমরা জানি, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছে। শারদীয় দুর্গোৎসব এ সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সরকারের সার্বিক দিকনির্দেশনায় আমরা বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ উপলক্ষ্যে আমাদের টহল এবং অন্যান্য সকল নিরাপত্তাজনিত কার্যক্রম আমরা সবসময় পরিচালনা করছি।’

বিজ্ঞাপন

‘চট্টগ্রামে আমাদের নৌ সদস্যরা, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে দায়িত্ব পালন করছি। পূজামণ্ডপে আগত সকল ভক্তরা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমাদের এ প্রাণের উৎসব উদযাপন করতে পারে, সেজন্য নৌবাহিনী সর্বতো প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে আমাদের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং যে কোনো ধরনের নিরাপত্তাজনিত বিষয় মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা নির্বিঘ্নে উৎসব করুন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি যাতে শারদীয় দুর্গোৎসব আমরা শান্তিপূর্ণভাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সম্পন্ন করতে পারি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষ্যে নৌবাহিনী চট্টগ্রাম, টেকনাফ, কক্সবাজার, সেন্টমার্টিন, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, বরগুনা, ভোলা, খুলনা, বাগেরহাট ও উপকূলীয় বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে। এসব এলাকায় পূজামণ্ডপগুলো নজরদারি করছে নৌবাহিনী।

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম নৌবাহিনী পূজামণ্ডপ রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

বিজ্ঞাপন

বিএসটিআই’র ক্যালিব্রেশন ফি হ্রাস
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮

আরো

সম্পর্কিত খবর