Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দলের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৬

গণতন্ত্র মঞ্চ ও ৫ দলের বৈঠক

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণে এবং নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও ৫ দলের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয় ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় গণফ্রন্টের সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

বিজ্ঞাপন

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যকার মতানৈক্য দূর করে বৃহত্তর ঐকমত্য তৈরির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে গণতন্ত্র মঞ্চভূক্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা করেন। সেইসঙ্গে বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা করেন তারা।

সারাবাংলা/এফএন/এইচআই

কমিউনিস্ট পার্টি গণতন্ত্র মঞ্চ সমাজতান্ত্রিক দল

বিজ্ঞাপন

৫ দলের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৬

আফতাব নগরে হিরো আলমের ওপর হামলা
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৬

নিয়োগ দিচ্ছে ইউ-এস বাংলা
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৬

আরো

সম্পর্কিত খবর