ঢাকা: রাজধানী ঢাকার বাসিন্দাদের জন্য মঙ্গলবার সকাল আবারও দুঃসংবাদ নিয়ে এসেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার বায়ুমানের সূচক (একিউআই) দাঁড়ায় ১৬৬–এ, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এর ফলে ফের বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে ঢাকা।
আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় দেখা যায়, পাকিস্তানের লাহোর ২০৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। আর ঢাকার ঠিক পরেই ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সেনেগালের রাজধানী ডাকার ও পাকিস্তানের করাচি। ভারতের রাজধানী দিল্লি রয়েছে পঞ্চম অবস্থানে, যার স্কোর ১৫৪।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণ দীর্ঘদিনের সমস্যা হলেও গত কয়েক সপ্তাহে সাময়িকভাবে কিছুটা উন্নতি দেখা দিয়েছিল। কিন্তু যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজ, শিল্পকারখানার নির্গমন ও আবহাওয়াজনিত কারণে আবারও বায়ুমান খারাপের দিকে যাচ্ছে।
একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১ থেকে ২০০ হলে একে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আজকের ঢাকার স্কোর সেই সীমার মধ্যেই পড়েছে। ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে ধরা হয় ‘খুব অস্বাস্থ্যকর’। ৩০১-এর উপরে গেলে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা সবার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
অস্বাস্থ্যকর বায়ুমানের কারণে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে পারেন বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।