ঢাকা: বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর আরোপিত সিলিং বাংলাদেশের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না- বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।
অর্থ উপদেষ্টা জানান, আইএমএফ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ১৯১ কোটি ডলার ঋণের সিলিং দিলেও এর বিপরীতে নেওয়া হয়েছে ৩০ কোটি ডলারের মতো। এছাড়া আমরা দায়িত্ব নেওয়ার পর ৫০০ কোটি ডলারের বৈদেশিক দেনা ও বকেয়া বিল পরিশোধ করেছি। তারপরও রিজার্ভ বেড়ে ৩ হাজার কোটি ডলারের বেশি আছে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমরা এ বছর নিজ থেকেই বৈদেশিক ঋণ নেওয়ার ব্যাপারে বেশ সতর্ক। কোনো বাজেট সহায়তা ঋণ নেওয়া হবে না। এছাড়া এখন বেশি বিদেশি ঋণ নেওয়া হলে পরবর্তী সরকারের জন্য তা চাপ হতে পারে।
বাজেট সহায়তা নেওয়া হলে ঋণদাতাদের নানা শর্তের কারণে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না- এমন মন্তব্য করে তিনি আরও বলেন, অক্টোবরে অনুষ্ঠেয় আইএমএফ-এর বোর্ড সভায় আইএমএফ, বিশ্বব্যাংক বা এডিবি থেকে আমি কোন বাড়তি ঋণ চাইব না। চীনের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দিতে আগ্রহী। কিন্তু আমরা বলেছি যে, আপাতত দরকার নাই।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা রাজস্ব আয় বাড়ানোর ওপর জোর দিয়েছি। কর ফাঁকিবাজদের চিঠি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুর্নীতি কমায় রাজস্ব আহরণ এখন বাড়ছে।