Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কুমারীপূজা: মহামায়ার পাঁচ রূপে সজ্জিত ৬ শিশুকন্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৬

পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজায় দেবীবন্দনা করেন হাজারো ভক্ত। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: বাঙালি সনাতনীদের শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে চট্টগ্রামে কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে দেবী মহামায়ার পাঁচ রূপে সজ্জিত হয়েছিলেন ছয় শিশু।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে নগরীর পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজায় দেবীবন্দনা করেন হাজারো ভক্ত।

পূজার শুরুতে কুমারীদের ফুল, চন্দন, বেলপাতা, তুলসি পাতা দিয়ে মন্ত্রপাঠ আর স্তুতিতে বন্দনা করা হয়। দুপুরে পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দুর্গার বিভিন্ন রূপের মধ্যে ‘উমা’ হয়ে রাধেশ্রী দত্ত (৬), ‘রুদ্রাণী’ নামে সুভদ্রা বিশ্বাস প্রতীক্ষা (১১), ‘কালসন্দর্ভা’ নামে অদ্রিজা বিশ্বাস (৯) ও নিভৃত দত্ত (৯), ‘মালিনী’ রূপে জুলি দাশ (৭) এবং ‘কুজ্জিকা’ রূপে প্রীতি ধর (৮) দেবীর আসনে বসেছিলেন।

বিজ্ঞাপন

পূজামণ্ডপের প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দীপ্ত দত্ত সারাবাংলাকে জানান, রাধেশ্রী দত্ত নগরীর সেন্ট স্কলাসটিকাস স্কুলের নার্সারীর ছাত্রী, সুভদ্রা বিশ্বাস প্রতীক্ষা মেরনসান স্কুলের পঞ্চম শ্রেণি, আদ্রিজা বিশ্বাস সেন্ট স্কলাস্টিকা’র দ্বিতীয় শ্রণি, নিভৃত দত্ত একই স্কুলের পঞ্চম শ্রেণি, প্রীতি ধর ওই স্কুলের চতুর্থ শ্রেণি এবং বৃন্দা দাশ তৃতীয় শ্রেণির ছাত্রী।

কুমারীপূজায় পৌরহিত্য করেন রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরের শ্যামল সাধু মোহন্ত। তিনি জানান, হিন্দু শাস্ত্রমতে সাধারণত এক থেকে ষোল বছরের অজাতপুষ্প সুলক্ষণা যে কোনো বর্ণের ও গোত্রের কুমারীকে পূজা করার উল্লেখ রয়েছে। বয়সভেদে কুমারীর নাম ভিন্ন হয়।

শাস্ত্রমতে উমা নামে কুমারী পূজিত হলে ফললাভ ও শত্রুবিনাশ হয়, মালিণী নামে পূজিত হলে ধনৈশ্চর্য বাড়ে, কুজ্জিকা নামে পূজা করলে শত্রুদের মোহিত, কালসন্দর্ভ নামে পূজিত হলে দারিদ্র্য ও শত্রু বিনাশ হয়।

শ্যামল সাধু ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক এবং কুমারীতে নারীর পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। দুর্গার আরেক নাম কুমারী। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তবরুপ কুমারীপূজা।’

‘কুমারীতে সমগ্র জাতির শ্রেষ্ঠ শক্তি, পবিত্রতা, সৃজনী ও পালনী শক্তি সকল কল্যাণী শক্তি সুক্ষরূপে বিরাজিতা। কুমারী প্রতীকে জগৎজননীর পূজায় পরম সৌভাগ্য লাভ হয়। এই রুপ কুমারী সমগ্র জগতের বাক্যস্বরুপা, বিদ্যাস্বরুপ। তিনি এক হাতে অভয় এবং অন্যহাতে বর প্রদান করেন।’

২০০৪ সাল থেকে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এ ছাড়া নগরীর রাজাপুকুর লেইনের শ্রীশ্রী পঞ্চমাতা বিগ্রহ বাড়ি ও সেবাশ্রমেও কুমারীপূজা হয়েছে।

সারাবাংলা/আরডি/ইআ

কুমারীপূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর