Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসি অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৮

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

ঢাকা: শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম লিখেছেন, ‘নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেছে এনসিপি। তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।’

কিন্তু প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনো প্রত্যাশা করি।’

সারাবাংলা/এফএন/এইচআই

ইসি এনসিপি সারজিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর