মুন্সিগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মুন্সিগঞ্জে পুজামণ্ডপ পরিদর্শনকালে কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালীমাতা মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন সৌহার্দ্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারেন তা নিশ্চিতের চেষ্টা চলছে। তাদের ওপর যেন কোনোরকম বাধা বা সমস্যা সৃষ্টি না হয়। আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পারছিলাম যে, বিভিন্ন বাধা আসবে; অন্যান্য দেশ থেকেও বাধা আসবে। আমরা সেটা মোকাবিলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় প্রশাসনের দৃঢ়তাকেও দেখছি।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেইসঙ্গে ধর্মীয় অনুষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য বাংলাদেশের সাধারণ ছাত্র-জনতা সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা এই প্রক্রিয়ায় সবাই মিলে বিভিন্ন ধর্মের মানুষ যেন তাদের ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারে সেটা নিশ্চিতের চেষ্টা করছি।’
পরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা। এ সময় দুদক চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন, জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার সামসুল আলম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।