Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি-এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৮

রাজবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি-এসপি। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে রাজবাড়ী পৌরসভার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী পৌরসভার রাধা গোবিন্দ জিঁউর মন্দির, আমতলা পূজামণ্ডপ, টিএনটি পাড়ামণ্ডপ, জমিদার বাড়ি পূজামণ্ডপসহ অন্যান্য মণ্ডপ পরিদর্শন করেন তারা।

মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হবে বলে আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসিসহ প্রশসানের অন্যান্য কর্মকর্তা এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা বাণী গুহ ও সদস্য সচিব বাবলু চক্রবর্তীসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

পরিদর্শন পূজামণ্ডপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর