Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর ২০২৫ ০০:৪১ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ০০:৪৫

ভূমিকম্পের পর ফিলিপাইনের সেবু বাজারের ব্যবসায়ীরা পরিষ্কার করার চেষ্টা করছেন। ছবি: আনাদোলু

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) পানির নিচে, পালম্পনের পশ্চিমে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এতে এখনো হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে।

প্রাথমিক আশঙ্কা অনুযায়ী, এ ভূমিকম্প স্থানীয়ভাবে সুনামি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে জরিপ মডেলগুলোতে দেখা যাচ্ছে, দুর্বল অবকাঠামো বা অপ্রতুল নকশায় নির্মিত ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী, অর্ধ কোটি মানুষেরও বেশি লোক ভিসায়ান দ্বীপপুঞ্জে ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভব করেছেন। বিশেষত সেবু ও লেইতে দ্বীপের উত্তরাংশে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

সংস্থাটি সতর্ক করেছে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্প ‘অপরিকল্পিত বা দুর্বলভাবে নির্মিত ভবনে গুরুতর ক্ষতি’ এবং ‘সাধারণভাবে ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি ক্ষতি’ করতে পারে।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর