Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর ২০২৫ ০৮:৫২ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১১:৫৭

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম স্কাই নিউজ-এর বরাতে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের উপকূলীয় শহর বোগোর উত্তর-পূর্বে প্রায় ১২ মাইল দূরে, মাটির তিন মাইল গভীরে একটি স্থানীয় ফল্টলাইনের নড়াচড়ার কারণে এ কম্পন সৃষ্টি হয়।

কেবল বোগো শহরেই অন্তত ১৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রতিবেশী মেদেলিন শহরে ঘরবাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়ে ১২ জন নিহত হয়েছেন। অনেকেই সে সময় ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা।

বিজ্ঞাপন

সান রেমিজিও শহরে দেয়াল ধসে পড়ে প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে রয়েছেন কোস্টগার্ডের তিন সদস্য, এক অগ্নিনির্বাপক কর্মী এবং এক শিশু।

ভূমিকম্পের পর ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সেবু ও আশপাশের এলাকায় সাময়িক সুনামি সতর্কতা জারি করেছিল। তবে কোনো অস্বাভাবিক ঢেউ শনাক্ত না হওয়ায় পরে তা তুলে নেওয়া হয়।

সারাবাংলা/এনজে

ফিলিপাইন ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর