ঢাকা: দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বুধবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে তিনি জানান, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নড়াইল ও মাগুরা জেলাসহ দেশের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, বুধবার (১ অক্টোবর) সারাদিন বিশেষভাবে কয়েকটি বিভাগের জেলায় ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সেগুলো হলো-
- রাজশাহী বিভাগে বেশিরভাগ জেলায় সকাল থেকেই বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে, দুপুরের মধ্যে অন্য জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে।
- রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বৃষ্টি চলছে, দুপুর নাগাদ অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুরে বৃষ্টি হচ্ছে, যা সারাদিন অনিয়মিত বিরতিতে চলতে পারে।
- ঢাকা বিভাগে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে বৃষ্টি হচ্ছে।
- বরিশাল বিভাগে উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে, দুপুরের মধ্যে অন্য জেলাগুলোতেও নামতে পারে।
- খুলনা বিভাগে উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টি চলছে, বিকেল নাগাদ অন্যত্রও হওয়ার আশঙ্কা রয়েছে।
- সিলেট বিভাগে সকালে কিছুটা বিরতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারাদিন থেমে থেমে বৃষ্টি নামতে পারে।
গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, নিম্নচাপটি আরও সক্রিয় হলে বৃষ্টির প্রবলতা বাড়তে পারে। এ অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।