Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্থায়ী এনআরটিএ ও অস্থায়ী এফসি হিসাব খুলতে আগাম অবহিতকরণ শিথিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৬:০৬ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৭:৩৫

ঢাকা: বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে অস্থায়ী নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট (এনআরটিএ) এবং অস্থায়ী বৈদেশিক মুদ্রার (এফসি) হিসাব সংক্রান্ত অবহিতকরণ প্রক্রিয়ায় শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকের বৈদেশিক বিনিময় বিনিয়োগ বিভাগ (এফইআইডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, অস্থায়ী এনআরটিএ ও এফসি হিসাব খোলার বিষয়টি আর আগাম অবহিত করতে হবে না। তবে কোম্পানি নিবন্ধনের পর অনুমোদিত ডিলার (এডি) প্রতিষ্ঠানগুলোকে ১৪ দিনের মধ্যে এফইআইডি বিভাগে প্রাসঙ্গিক কাগজপত্রসহ হিসাবের তথ্য জমা দিতে হবে।

বিজ্ঞাপন

সার্কুলারে আরও বলা হয়, বিদেশি বিনিয়োগকারীরা চাইলে তাদের আনা অর্থ বাংলাদেশি টাকায় রূপান্তর করতে অথবা বৈদেশিক মুদ্রায় সর্বোচ্চ এক বছর পর্যন্ত রাখতে পারবেন। কোনো কারণে প্রস্তাবিত বিনিয়োগ বা কোম্পানি নিবন্ধন সম্পন্ন না হলে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ আগাম অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে। তবে এ ক্ষেত্রে হিসাব বন্ধ করার তথ্য ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানাতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর