Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৮:১৬ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৯:৪৪

হাসপাতালের চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে পানিতে ডুবে রাকিব (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে রাকিবকে পুকুরের পানি থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা পাড়ার প্রবাসী সেলিমের ছেলে। সে স্থানীয় এম.এ.বারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, এদিন দুপুর ১টার দিকে রাকিব ও তার কয়েকজন সহপাঠী পার্শ্ববর্তী সাতগাড়ি এলাকার হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় রাকিব পানিতে ডুবে যায়। পরে সহপাঠীদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি বলেন, ‘হাসপাতালে আসার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর