Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকা বাইচের আড়ালে চলছে জুয়ার আসর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৯:৫৪

পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আড়ালে চলছে জুয়ার আসর। ছবি: সংগৃহীত

পাবনা: সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আড়ালে চলছে জুয়ার আসর। অভিযোগ উঠেছে এটি যেন কেউ বন্ধ না করতে পারে সেজন্য এর নামকরণ করা হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ঐতিহ্যবাহী নৌকাবাইচ’।

বুধবার (১ অক্টোবর) বিকেলে সরজমিনে দেখা যায়, সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর পদ্মা নদীর পাড়ে প্রায় ১০টি স্থানে জুয়ার আসর বসিয়েছে মেলার আয়োজকরা।

স্থানীয়দের অভিযোগ, ঐতিহ্যবাহী নৌকাবাইচের আড়ালে এমন জুয়া খেলা যুব সমাজকে ধ্বংস করবে। দ্রুত এই জুয়া খেলা বন্ধ করা উচিত। এ বিষয়ে মেলার আয়োজক মো. খোকন প্রামাণিকের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

বিজ্ঞাপন

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফুয়াদ বলেন, নৌকাবাইচের অনুমতি দেওয়া হয়নি। সেখানে আবার জুয়া খেলা হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেব।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। জুয়ার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতার কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আমরা দেখছি।’

সারাবাংলা/পিটিএম

জুয়ার আসর নৌকাবাইচ পাবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর