মুন্সীগঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূজাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করেছিল, তবে তারা সফল হতে পারেনি। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা না যায় সে চেষ্টা করা হয়েছে। এসব ঘটনার পেছনে পাশ্ববর্তী দেশের ইন্ধন রয়েছে।’
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা হলো তাদের একটা দাবি যা সবসময়ই তারা করে থাকে। এই পূজাটা যাতে ভালোভাবে না হতে পারে, বৌদ্ধদের বিজয় উৎসব আছে সেটাও যাতে ভালোভাবে না হতে পারে এজন্য পাশ্ববর্তী দেশের সহযোগিতায় কিছু সন্ত্রাসী আছে যারা এইসব দাবি করতেই থাকে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, সিরাজদিখান থানার ওসি মো.আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান, সিরাজদিখান উপজেলা সাবেক সভাপতি বিএনপি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস ও সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ প্রমুখ।