ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, ‘গাজার বাসিন্দাদের জন্য এটিই শেষ সুযোগ—যারা দক্ষিণ দিকে চলে যেতে এবং গাজা সিটিতে হামাসের কর্মীদের বিচ্ছিন্ন করে রাখতে চান।’
বুধবার (১ অক্টোবর) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েল গাজা শহরের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য তাদের চূড়ান্ত সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী শহরটিকে ঘিরে ফেলা আরও জোরদার করবে।
তিনি কঠোরভাবে সতর্ক করে আরও বলেন, ‘যারা থেকে যাবে… তাদের জঙ্গি এবং জঙ্গিদের সমর্থক বলে গণ্য করা হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।