সাতক্ষীরা: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে দিয়ে ভারতে আটক হওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ।
বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে তাদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করে বিজিবি।
এর আগে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর হওয়া ১৫ বাংলাদেশি হলেন- খুলনা জেলার কয়রা থানার ২ নম্বর কয়রা গ্রামের রেজাউল গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৪৭), ছেলে মিলন গাজী (১৯), খুলনার ডুমুরিয়া উপজেলার জয়খালী গ্রামের সেলিম মোড়লের ছেলে সবুজ মোড়ল (১২),সবুজ মোড়লের স্ত্রী রেশমা খাতুন (২২), সবুজ মোড়লের মেয়ে রাজিয়া খাতুন (০৭), কয়রা থানার মাদারবাড়িয়া গ্রামের মালেক সরদারের ছেলে জাফারুল ইসলাম (৩৮), জাফারুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (২৮), ছেলে জামশেদ আলী (১২), মেয়ে জীম সুলতানা (০৩), ৪ নম্বর কয়রা গ্রামের ওমর আলী সরদারের ছেলে এলেম সরদার (৪৯), এলেম সরদারের স্ত্রী আকলিমা (৪৪), মেয়ে আছিয়া খাতুন (১১), মহারাজপুর গ্রামের মৃত মো. জিয়াদ আলী গাজীর ছেলে মো. আহসান হাবিব খোকন (৪২), আহসান হাবিব খোকনের স্ত্রী মোছা. রওশন আরা বেগম (৩৮) ও ছেলে সোহান গাজী (০৫)।
বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার আবুল কাশেমের মধ্যে পতাকা বৈঠক হয়। এরপর ১৫ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করে বিএসএফ।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, পরিচয় যাচাই-বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।