Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় নিখোঁজের ১০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ০৯:১৭ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১১:৩৭

রাইসা খাতুন।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ১০ ঘণ্টা পর ডোবা থেকে রাইসা খাতুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নওদা খাদিমপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রাইসা খাতুন একই এলাকার আকরাম সরদারের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর১২টার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করেও তার সন্ধান মেলেনি। রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

মিরপুর থানার (ওসি) মমিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পা পিছলে ডোবার পানিতে পড়ে মারা গেছে। তবুও ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর