রাবি: শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে ক্যাম্পাসের প্রাণীগুলো। আবাসিক হলের ডাইনিং-ক্যান্টিন ও আশপাশের হোটেলগুলো বন্ধ থাকায় উচ্ছিষ্ট খাবারের অভাবে প্রায় অনাহারে দিন কাটাচ্ছে কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীরা। এ অবস্থায় ক্ষুধার্ত এসব প্রাণীর পাশে দাঁড়িয়েছে রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কুকুর, বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায় ছাত্রদল মনোনীত প্রার্থীদের। এসময় প্রার্থীরা ছাড়াও শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, শারদীয় দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় গত ৪দিন ধরে ক্যাম্পাসের ক্ষুধার্ত প্রাণীদের রান্না করে খাবার খাওয়াচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাস না খোলা পর্যন্ত তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা।
খাবারের মধ্যে রয়েছে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাবার, যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ওষুধ ও চিকিৎসার ব্যবস্থাও করছেন তারা।
জিমনেসিয়ামের সামনে কুকুর-বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায় ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলে বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাসুম বিল্লাহকে। তিনি বলেন, ‘আমরা যা খেতাম তার উচ্ছিষ্ট খাবার খেতো প্রাণীগুলো। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিপাকে পড়েছে ক্যাম্পাসের প্রাণীগুলো। তাই আমরা গত চার দিন ধরে এসব প্রাণীদের পাশে দাঁড়িয়েছি।’ ক্যাম্পাস না খোলা পর্যন্ত তারা এইসব প্রাণীদের পাশে থাকবেন বলেও জানান তিনি।
রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আর-রাফি (রাফি) বলেন, ‘আমার ইশতেহারগুলোর মধ্যে একটি ছিল ক্যাম্পাসে প্রাণীদের পাশে দাঁড়ানো। আমি যদি রাকসুতে নির্বাচিত হতে পারি তাহলে ক্যাম্পাসের প্রাণীদের জন্য কাজ করবো। আরেকটি বিষয়–আমাদের ক্যাম্পাসের ডাইনিং-ক্যান্টিন মালিকরা উচ্ছিষ্ট খাবার প্রাণীদের না দিয়ে বিক্রি করে দেন। দোকানিদের এমন কর্নকাণ্ড বন্ধ করতে আমি বদ্ধপরিকর।’
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, ‘ক্যাম্পাস বন্ধ হওয়ার পর থেকেই কোনো উচ্ছিষ্ট খাবার পাচ্ছে না ক্যাম্পাসে কুকুর-বিড়ালগুলো। সেই জায়গা আমরা ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল এদের পাশে দাঁড়িয়েছি। এসব প্রাণীও সমাজের অংশ। আমরা সবাইকে আহবান জানাবো ক্যাম্পাসের ক্ষুধার্ত এই প্রাণীদের পাশে দাঁড়ানোর জন্য।’
এমন উদ্যোগের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘কোনো প্রশাংসা পাওয়ার জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করিনি। ক্যাম্পাস বন্ধ থাকায় উচ্ছিষ্ট খাবার না পেয়ে প্রাণীগুলোর মৃতপ্রায় অবস্থা। তাদের পাশে কাউকে না কাউকে অবশ্যই দাঁড়ানো উচিত। আর ছাত্রদল একটি মানবিক সংগঠন। সেই জায়গা থেকেই আমরা এদের পাশে দাঁড়িয়েছি।’