Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৮:২৮ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২১:৩১

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়া শহরের এক প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত জান্নাতি আক্তার (২৫) আদমদিঘী উপজেলার সান্তাহার লেকো কলোনির মাজেদ হোসেনের কন্যা।

বুধবার (১ অক্টোবর) রাতে শহরের চক ফরিদ কলোনি এলাকায় ভবনের একটি ইউনিটের দরজা ভেঙে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতি নিঃসন্তান, তার স্বামী তুরস্ক প্রবাসী।

পুলিশ জানিয়েছে, স্বামী তুরস্কে থাকার সুযোগে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়ান জান্নাতি। ওই যুবককে স্বামী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন তিনি। পরকীয়ার বিষয়টি জানতে পেরে জান্নাতিকে তালাক দেন স্বামী। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার ওসি মো. হাসান বাসির জানান, কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দরজা ভেতর থেকে লাগানো ছিল এবং সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ ঝুলে ছিল। অন্তত তিনদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, জান্নাতির মরদেহ পঁচে গেছে। চারদিকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। গত ২৬ সেপ্টেম্বর থেকে জান্নাতির মোবাইল ফোন বন্ধ ছিল বলে জানিয়েছে পরিবার।

সারাবাংলা/জিজি

আত্মহত্যা প্রবাসীর স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর