Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিশ্বকাপেও হাত মেলাবে না ভারত-পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৫ ১০:৪৮

নারী বিশ্বকাপেও দেখা যেতে পারে দুই দলের হাত না মেলানোর ঘটনা

এশিয়া কাপে দুই দলের হাত না মেলানো জন্ম দিয়েছিল বড় বিতর্কের। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে তিন দেখায় প্রতিবারই পাকিস্তানের সঙ্গে না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরেছে ভারত। দুদিন আগে শুরু হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপেও দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। গুঞ্জন উঠেছে, ছেলেদের মতো ভারতীয় নারী ক্রিকেটাররাও পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন না।

টস থেকে শুরু করে ম্যাচ শেষে আনুষ্ঠানিকতা, সূর্যকুমার যাদবের দল এশিয়া কাপের পুরোটা সময়জুড়েই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি। শুধু ক্রিকেটার নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কেউই পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সঙ্গে হাত মেলায়নি।

বিজ্ঞাপন

দুই দেশের ক্রিকেটারদের মধ্যে চলমান এই দ্বন্দ্বের প্রভাবটা পড়বে নারী ওয়ানডে বিশ্বকাপেও। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা হয়ে যাবে ভারত-পাকিস্তানের।

ম্যাচের আগেই তাই অনুমেয়ভাবে প্রশ্নটা উঠেছে। ছেলেরা যা করেনি, মেয়েরা কি সেটা করবেন? ভারতীয় সংবাদমাধ্যম অবশ্য বলছে, ছেলেদের মতো নারী দলও পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে না।

ইন্ডিয়া টুডে বলছে, সরকারের নির্দেশে যেমন পুরুষ দল পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি পাকিস্তানের সঙ্গে, নারীও দলও ঠিক সেই পন্থাই অবলম্বন করবেন।

আগামী ৫ অক্টোবর শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ভারত। অন্যদিকে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে পাকিস্তান।

সারাবাংলা/এফএম

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

খুলনায় ছেলের হাতে বাবা খুন
৩ অক্টোবর ২০২৫ ০৯:০৭

আরো

সম্পর্কিত খবর