যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাবের পর শুক্রবার (৩ অক্টোবর) ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
হামাস যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রতি নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা গাজার প্রশাসন দায়িত্ব নিরপেক্ষ ফিলিস্তিনিদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দি মুক্তি দিতে প্রস্তুত। তবে, সংগঠনটি তাদের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে কিছু বলেনি।
হামাসের বিবৃতির পর এক ভিডিও ভাষণে ট্রাম্প বলেন, ‘এটি এক নজিরবিহীন উন্নয়ন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিষয়গুলোকে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা।’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি বিশ্বাস করেন হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ২৮৮ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে এক লাখ ৬৯ হাজার ১৬৫ জন।