Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজাগামী জাহাজ আটক ও গ্রেফতারের প্রতিবাদ নাগরিক ঐক্যের

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ০৯:৩২ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৩:০৯

ঢাকা: ফিলিস্তিনিদের সহায়তার জন্য গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌযানগুলোকে আন্তর্জাতিক জলসীমায় ইজরায়েলি বাহিনী কর্তৃক আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক ঐক্য।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক থেকে এ প্রতিবাদ জানানো হয়।

দলের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় অবিলম্বে আটক মানবিক সহায়তাকারীদের মুক্তি এবং গাজায় সহায়তা পৌছানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে ইজরায়েলের অবৈধ দখল বন্ধ, গাজায় গণহত্যা এবং অবরোধ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক সমর্থন তৈরির উদ্যোগ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থীতার প্রাথমিক বাছাই নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে ৫৬ জনের তালিকা অনুমোদন করা হয়েছে। এছাড়া বৈঠকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম এ কবীর হাসান এবং সাকিব আনোয়ারকে মনোনীত করা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর