Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত এক নম্বর দল, কিন্তু আচরণ তৃতীয় শ্রেণির’

স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৫ ১০:০৭

ট্রফি না নেওয়ায় ভারতের কঠোর সমালোচনা করলেন বাসিত

এশিয়া কাপের পুরোটা জুড়েই বিতর্কের জন্ম দিয়েছেন তারা। পাকিস্তানের সঙ্গে হাত না মিলানো থেকে শুরু করে এসিসির প্রেসিডেন্ট মহসিন নাকভির থেকে ট্রফি না নেওয়া, ভারতের এমন বিতর্কিত কাণ্ড খানিকটা অবাকই করেছে ক্রিকেট বিশ্বকে। সাবেক পাকিস্তান ক্রিকেটার বাসিত আলি তো এবার বলেই বসলেন, ভারত দল হিসেবে এক নম্বর হলেও তাদের আচরণ ‘তৃতীয় শ্রেণির’!

এবারের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া নিয়েই ছিল বড় শঙ্কা। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব, সুপার ফোর ও ফাইনাল, একই টুর্নামেন্টে তিনবার দেখা হয়ে গেছে ভারত-পাকিস্তানের। তিনবারই পাকিস্তানকে পেতে হয়েছে হারের স্বাদ।

বিজ্ঞাপন

তিন ম্যাচে প্রতিবারই পাকিস্তানের ক্রিকেটার ও তিম ম্যানেজমেন্টে সঙ্গে হাত মেলায়নি ভারত। চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের নাকভির হাতে ট্রফি ও মেডেল নিতেও অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এতে বেশ সমালোচনার মুখে পড়েছেন সূর্যকুমার যাদবরা।

পাকিস্তানের এআরওয়াই নিউজকে বাসিত জানিয়েছেন, ‘ভারত বিশ্বের ১ নম্বর দল, কিন্তু তাদের আচরণ তৃতীয় শ্রেণির। মহসিন নাকভিই ট্রফি দেবেন। যদি নিতে না চায়, তবে বিশ্বের চোখে তারাই অপমানিত হবে। কিন্তু নাকভির হাত থেকে না নিলে ট্রফি কিছুতেই তাদের হাতে তুলে দেওয়া উচিত নয়।’

পাকিস্তানও যদি ভারতের মতো কাণ্ড করতো, তাহলে তাদেরও সমালোচনা করতেন বাসিত, ‘তোমরা (ভারত) ১ নম্বর দল, ভালো খেলেছ এবং জিতেছ। কিন্তু এটা কেমন ছেলেমানুষী জেদ? মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান। ধরুন, এটা আইসিসির কোনো টুর্নামেন্ট, আর পাকিস্তান জয় শাহের কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করল। সে ক্ষেত্রেও কিন্তু আমি বলতাম, পাকিস্তান ভুল করেছে।’

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ পাকিস্তান বাসিত আলি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর