ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার (৪ অক্টোবর) বলেছেন, ভারতের পূজা মণ্ডপে ড. মুহাম্মদ ইউনূসের মুখাবয়ব বিকৃত করে ‘অসুরের’ মূর্তি তৈরি করা অত্যন্ত নিম্নরুচির পরিচয় এবং অপসংস্কৃতির প্রকাশ।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
রিজভী বলেন, ‘ভারতে ড. ইউনূসসহ আরও কয়েকজন বিশ্বনেতার মূর্তি বানানো হয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না। ভারতের মতো সঙ্গীত ও শিল্পকলা সমৃদ্ধ দেশ থেকে এমন অপসংস্কৃতির কাজ আশা করা যায় না। এটি শুধু অসম্মানজনকই নয়, বরং দুই দেশের মধ্যে সম্পর্ককে নষ্ট করার জন্য ক্ষতিকর।’
তিনি আরও বলেন, ‘আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার নানা চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের জনগণ এবং দেশপ্রেমিক মানুষ এটি বুঝতে পেরেছে। তাই দুর্গাপূজা উদযাপন যথাযথ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সম্পন্ন হয়েছে। হিন্দু-মুসলমান সবাই একত্রিতভাবে পূজামণ্ডপ পাহারা দিয়েছে। এটি আমাদের দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য।’
রিজভী জানান, ‘শেখ হাসিনার শাসনামলে দেশে ভোটের অধিকার হরণ করা হয়েছে। গরু-বাছুরকে ভোটকেন্দ্রে যেতে দেখা গেছে, কিন্তু সাধারণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এবার আসন্ন নির্বাচনে জনগণ ভোট দিতে প্রস্তুত। নতুন কোনো ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করবেন, তারা ধরা পড়বেন।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনই এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করবে। তবে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে। এটি নির্বাচন প্রক্রিয়ার পথে বড় বাধা সৃষ্টি করছে। তাই নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত, যারা কোনো রাজনৈতিক দলের প্রভাব ছাড়াই ভোট পরিচালনা করবে।’
রিজভী আরও বলেন, ‘জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় গণতন্ত্র ও দেশের স্বার্থে কাজ করেছে। ১৯৯১ সালে দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করার পর বেগম খালেদা জিয়া অবৈধ স্বৈরাচার পরাজিত করেছেন। ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে তারেক রহমান জাতিকে নতুন উদ্দীপনা দিয়েছেন। আন্তর্জাতিক চক্রান্তের চেষ্টা থাকলেও জনগণ সবসময় জাতীয়তাবাদকে সমর্থন করেছে।’
দুর্গাপূজা এবং সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে, রিজভী বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলমান সবাই মিলে পূজামণ্ডপ পাহারা দিয়েছে। এটি আমাদের ঐতিহ্য এবং সম্প্রীতির প্রতীক। আমরা দেশের ভেতরে কোনো বিভাজন গ্রহণ করবো না।’
রিজভী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আশ্বাস দেন যে, তারা নিরপেক্ষভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে।