রাজবাড়ী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘জামায়াতে ইসলামী গোপনে গোপনে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে যোগাযোগ করছে। আগে যারা ছাত্রলীগ করতো গত ৫ আগস্টের পরে তারা বলে, আমি শিবির । জামায়াত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে ভাগায়ে নিচ্ছে। সুতরাং এই কাজগুলো করে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী যে দূরত্ব তৈরি করল, এই জিনিসটা জামায়াতকে ভালো কিছু দেবে বলে আমার মনে হয় না।’
শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খৈয়ম বলেন, ‘জামায়াত আজকে পিআরের নামে নির্বাচন না করার যে পায়তারা করছে এবং বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি করছে এর ফল জামায়াতের জন্য খুব ভালো হবে না। রাজনীতি খুব কঠিন বিষয়, রাজনীতি খুব গভীরে যাওয়ার বিষয়। বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে এর জন্য জামায়াত দায়ী হবে। বাংলাদেশে আজকে নির্বাচন হলে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হতো আমার ধারণা। এর চেয়ে বেশি আশা করা এই মুহূর্তে জামায়াতের জন্য কিন্তু ঠিক নয়। জামায়াত যদি মনে করে ইলেকশন করে কালকেই ক্ষমতায় চলে যাবো, তাহলে আমরা বলবো দিল্লি বহুদূর, এতো কাছে না কিন্তু।’
তিনি আরও বলেন, জামায়াতের উচিত এই মুহূর্তে কতটুকু লাভ তাদের পকেটে নেওয়া সম্ভব এটা ভাবা। সেটা হচ্ছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, জামায়াত বিরোধী দল হবে। জামায়াত যদি এর চেয়ে বেশি কিছু চায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হবে, সেই সংকটের ফাঁকে যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, তবে সেই দায় জামায়াতকে নিতে হবে। বাংলাদেশের মানুষ এখন অস্থির, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে প্রশাসনও এখন ঠিকমতো কাজ করে না। এই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছিল আজকের রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বড় কাজ। কিন্তু, তারা সেটা বাদ দিয়ে কি এক জিনিস আনলো পিআর। এই পিআর কি আপনারা, আমরা বুঝি? বুঝি না। এখন এই মুহূর্তে কাজ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আনা। এখন দেশটা ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে রয়েছে। ভারতীয় ষড়যন্ত্র চলছে। আবার আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল রাজবাড়ী জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা মোঃ আইয়ুব খান আনসারীর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব,সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহবায়ক খাইরুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. নেকবর হোসেন মনিসহ মনিসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জেলা ও উপজেলা এবং ইউনিয়ন ওলামাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক হয়ে রেলগেট প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।