ইরানে ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ছয় সদস্যকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) মেহের নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এই সন্ত্রাসীরা চারজন নিরাপত্তা কর্মী হত্যা এবং খোররমশাহরে একটি বোমা হামলাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছিল। এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে, গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র ঘোষণা করেছেন, গুপ্তচরবৃত্তির জন্য শাস্তি আরও কঠোর করার বিল এবং অ-সামরিক ড্রোন নিয়ন্ত্রণের জন্য আইনের খসড়াটি অনুমোদিত হয়েছে এবং এখন তা আইনে পরিণত হয়েছে।
গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ নিশ্চিত করেছেন, পূর্বে কিছু অস্পষ্টতা ও সাংবিধানিক উদ্বেগের কারণে আইন দুটি পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠানো হয়েছিল। তবে পার্লামেন্ট সংশোধনের পর তা পুনরায় জমা দিলে কাউন্সিল শরিয়া নীতি বা সাংবিধানিক বিধানের সঙ্গে এর কোনো বিরোধ খুঁজে পায়নি।
গুপ্তচরবৃত্তি সংক্রান্ত নতুন আইনটি ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি কার্যক্রমে জড়িত বা জায়নবাদী সরকার এবং অন্যান্য শত্রুভাবাপন্ন সরকারের সঙ্গে সহযোগিতাকারী ব্যক্তিদের জন্য আরও কঠোর শাস্তির ব্যবস্থা করেছে।
অন্যদিকে, দ্বিতীয় আইনটি দূরনিয়ন্ত্রিত বেসামরিক ড্রোনগুলোর জন্য নিরাপত্তা, লাইসেন্সিং এবং তদারকি ব্যবস্থার একটি আইনি কাঠামো তৈরি করে।
তাহান নাজিফ আরও জানিয়েছেন, চূড়ান্ত আইনি ধাপ পেরোনোর পর এই দুটি আইন— যা সম্প্রতি ১২ দিনের ইসরায়েলি চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় পার্লামেন্টে পাস হয়েছিল — এখন আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে।