চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন জামায়াতের আয়োজনে ৪২ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বাদেমাজু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডাউকি ইউনিয়ন জামায়াতের আমীর সজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান আলোচক এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তার বক্তব্যে বলেন,’যারা কোরআন মুখস্থ করেছে, তারা আল্লাহর নির্বাচিত বান্দা। হাফেজরা কেবল কোরআনের হেফাজতকারীই নন, তারা সমাজ ও জাতির নৈতিক দিকনির্দেশক। এ কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজে ইনসাফ,শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। কোরআন শেখা ও তা অনুযায়ী জীবন গড়া এই দুই দায়িত্ব একে অপরের পরিপূরক। তাই তোমরা কোরআনের হাফেজ হয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, বরং এই জ্ঞানের আলো দিয়ে অন্যদের জীবন আলোকিত করতে হবে। জাতি নৈতিক সংকটে ভুগছে। এ পরিস্থিতিতে কোরআনের
শিক্ষাই পারে আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে। আমরা যদি আল্লাহর বাণীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারি,তবে ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল,উপজেলা সেক্রেটারী মামুন রেজা ও সহকারী সেক্রেটারী তরিকুল ইসলাম,আলমডাঙ্গা উপজেলা
মসজিদ মিশন ও ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজে কুরআনদের অভিভাবকসহ অতিথিরা। অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।