Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর ২০২৫ ১৭:৪০ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৮:১২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমী অঞ্চলের একটি রেল স্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। স্থানটি রুশ সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থিত।

শনিবার (৪ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়ার সেনাবাহিনী বারবার ইউক্রেনের রেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে আসছে। সুমীর শোস্টকা স্টেশনে এই হামলাকে ‘বর্বর’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত, আমরা যাত্রী ও রেল কর্মীসহ কমপক্ষে ৩০ জন হতাহতের খবর পেয়েছি।’

বিজ্ঞাপন

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে একটি দুমড়ানো ট্রেনের বগি আগুনে জ্বলছে এবং তাতে বিকৃত ধাতু ও ভাঙা জানালা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘রাশিয়ানরা যে সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে, সেটা তাদের না জানার কথা নয়।’

এদিকে, শনিবার রাতে রাশিয়ার সেনাবাহিনীর আরেকটি পৃথক হামলায় উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রায় ৫০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনীও শনিবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলের একটি বড় তেল শোধনাগারে আঘাত হানার দাবি করেছে।

কিয়েভ প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ার শহর ও বিদ্যুৎ গ্রিডে প্রতিদিনের হামলার ন্যায্য প্রতিশোধ হিসেবে তারা রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে তাদের নিজস্ব দীর্ঘ-পাল্লার ড্রোন হামলা বৃদ্ধি করবে।

বিজ্ঞাপন

শীতে বাড়ছে রোগ ও রোগী [ছবি]
১৩ জানুয়ারি ২০২৬ ০০:১২

আরো

সম্পর্কিত খবর