Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৭:৪৮

দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি এস এম হায়াত উদ্দিনকে হত্যার দাবিতে মানববন্ধন। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বাগেরহাটে দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি এস এম হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।’

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ ছালাম। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন সাংবাদিক হায়াত উদ্দিন।

সারাবাংলা/এইচআই

খুন মানববন্ধন শাস্তির দাবি সাংবাদিক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর