Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে মাদাগাস্কারে বিক্ষোভে উত্তাল, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর ২০২৫ ১৮:০২ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৯:১০

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো তরুণ। তাদের অধিকাংশই ‘জেন জি’ প্রজন্মের।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর বিদ্যুৎ ও পানির সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। রাজধানী আন্তানানারিভোসহ উত্তর উপকূলীয় শহর মাহাজাঙ্গা এবং দক্ষিণাঞ্চলের তোলিয়ারা ও ফিয়ানারানৎসোয়াতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে রাজোয়েলিনা সোমবার তার সরকার ভেঙে দেয়ার ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট নয়; তাদের এক দফা দাবি প্রেসিডেন্টের পদত্যাগ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীতে ফের বিক্ষোভ শুরু হলে পুলিশ কাঁদানো গ্যাস ছুড়ে আন্দোলন ছত্রভঙ্গ করে। রিয়েল টিভি মাদাগাসিকারার সম্প্রচারিত ফুটেজে পুলিশের অভিযান দেখা যায়।

ফেসবুকে দেওয়া ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘দেশ ধ্বংস করে কেউ কোনো লাভ পাবে না। আমি এখানে আছি, শুনতে প্রস্তুত, সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত এবং মাদাগাস্কারের সমস্যার সমাধানে প্রস্তুত।’

তিনি অভিযোগ করেন জানান, তার অনুপস্থিতিতে যখন তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ছিলেন, বিরোধীরা তার বিরুদ্ধে অভ্যুত্থানের চক্রান্ত করেছে। তবে এর পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

বিক্ষোভকারীরা রাজোয়েলিনার বক্তব্যকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা ঘোষণা দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, প্রায় তিন কোটি ২০ লাখ জনসংখ্যার ৭৫ শতাংশ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে। বিদ্যুৎ ও পানির সংকটসহ মৌলিক সেবার দুরবস্থার জন্য অনেকেই রাজোয়েলিনার সরকারকে দায়ী করছেন।

প্রসঙ্গত, রাজোয়েলিনা ২০০৯ সালে এক অভ্যুত্থানের পর প্রথম ক্ষমতায় আসেন। ২০১৮ সালে নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফেরেন এবং ২০২৩ সালে আবার নির্বাচিত হন।

সারাবাংলা/ইআ

বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর