Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে সাংবাদিককে জবাইয়ের হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৮:১১ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৯:১০

সাংবাদিক খান মাইনউদ্দিন। ছবি: সংগৃহীত

‎ঝালকাঠি: ‎জেলার নলছিটিতে খান মাইনউদ্দিন (৪২) নামে এক সাংবাদিককে মুঠোফোনে জবাই করার হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি।

এ ঘটনায় ভুক্তভোগী ওই সাংবাদিক শনিবার (৪ অক্টোবর) বিকেলে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।

‎জিডি সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের জেরে উপজেলার উত্তর জুরকাঠির বাসিন্দা আব্দুল আজিজ খানের ছেলে সাংবাদিক খান মাইনউদ্দিনের সঙ্গে স্থানীয় কতিপয় দুষ্কৃতিকারীর বিরোধ চলে আসছে। এরই জেরে কিছুদিন আগে ওই সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়া হামলা চালায় তারা। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় ওই দুষ্কৃতিকারীরা গত ৪ অক্টোবর (শনিবার) রাত্র ১টার দিকে তার বসতঘরের সামনে এসে কলিং বেল বাজায়। এ সময় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করে দেন তিনি। পরবর্তীতে রাত ১ টা ৪৪ মিনিটের সময় খান মাইনউদ্দিনের মোবাইল ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি (০১৫৭৭৩১৫৬৬৯) কল দিয়ে ঘর থেকে বের হতে বলে এবং জবাই করবে বলে হুমকি দেয়।

‎সাংবাদিক খান মাইনউদ্দিন বলেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমি নলছিটি থানায় একটি জিডি করেছি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে এই সন্ত্রাসীর বিচারের দাবি করছি।’

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় একটি থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম

জবাই টপ নিউজ নলছিটি সাংবাদিক হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর