Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২১:০৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। ছবি: সংগৃহীত

শরীয়তপুর: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছেন তেজগাঁও কলেজ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ওসি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩ অক্টোবর) বিদেশি একটি নম্বর থেকে ফোন করে মিথুন ঢালী ওসি মাইনুল ইসলাম ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় ওসি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জাজিরা থানা পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে মিথুন ঢালী স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে এলাকায় গোপন মহড়া দেওয়া হয়। পরবর্তী সময়ে পুলিশের অভিযানে তিনি কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন। নড়িয়া সার্কেল এসপির নেতৃত্বে অভিযান চালালে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় মিথুন ঢালীর নাম রয়েছে। মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হয়েও তিনি বিদেশি নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ও উসকানি দিয়ে চলেছেন।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ‘২৯ সেপ্টেম্বরের বৃক্ষরোপণ আয়োজনের সময় তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের গোপন পাঁয়তারা করছিল। পুলিশ অভিযান চালালে তারা হামলার চেষ্টা করে। মামলার আসামি হওয়ায় মিথুন ঢালী ক্ষিপ্ত হয়ে আমাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিয়েছে। তবে আমরা বিচলিত নই, আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/পিটিএম

ওসি জাজিরা থানা টপ নিউজ প্রধান উপদেষ্টা হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর