Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের ওপর হামলা চালানো হয়েছিল: নুর

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ২০:১৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২০:২৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেন, “হত্যা চেষ্টার উদ্দেশ্যে আমাদের ওপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছিল।

তিনি বলেন, সেনাবাহিনী বলেছে, তাদের কোনো নির্দেশনা ছিল না। তাহলে কী ভারত বা কোনো জ্বীন এই নির্দেশ দিয়েছে?” নুর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের অভাবের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও বলেন, “ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”

বিজ্ঞাপন

নুরের ব্যক্তিগত চিকিৎসক জানান, নুর এখনও পুরোপুরি সুস্থ নন এবং সুস্থ হতে আরও ছয় মাস সময় লাগবে। তিনি বিদেশ যেতে চাইলেও শারীরিক অবস্থার কারণে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নেওয়া হয়েছিল।

নুরের আগমন উপলক্ষ্যে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নুরসহ অনেকে আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সারাবাংলা/এফএন/এসএস

আমাদের উদ্দেশ্যে ওপর চালানো নূর হত্যা চেষ্টা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর